May 25, 2012

এপিটাফঃ


আমি জানি,
ভালো ক'রেই জানি,
কিছু অপেক্ষা করে নেই আমার জন্যে;
কোনো বিস্মৃতির বিষন্ন জলধারা,
কোনো প্রেতলোক, কোন পুনরুত্থান,
কোন বিচারক, কোন স্বর্গ, কোন নরক;

আমি আছি, একদিন থাকবো না,
মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম।
নিরর্থক সব পুণ্যশ্লোক, তাৎপর্যহীন সমস্ত প্রার্থনা, হাস্যকর উদ্ধত সমাধি;

মৃত্যুর পর যে-কোনো জায়গায়ই আমি পড়ে থাকতে পারি,
জলাভূমিতে, পথের পাশে, পাহাড়ের চূড়োয়, নদীতে মরুভূমিতে, তুষারস্তূপে!

কিছুই অপবিত্র নয়...
যেমন কিছুই পবিত্র নয়,
কিন্তু, সব কিছুই সুন্দর, সবচেয়ে সুন্দর এই তাৎপর্যহীন জীবন।

3 comments:

Two Steps From Home said...

Your Poem is really nice. I have bookmark you site. Two Steps From Home

greatoffer said...

My complaint You are remarkable writer. This is really wonderful.

Unknown said...

This one is very nicely written and it contains many useful facts. I am happy to find your distinguished way of writing the post. Now you make it easy for me to understand and implement. Thanks for sharing with us. Nehru jacket