May 25, 2012

এপিটাফঃ


আমি জানি,
ভালো ক'রেই জানি,
কিছু অপেক্ষা করে নেই আমার জন্যে;
কোনো বিস্মৃতির বিষন্ন জলধারা,
কোনো প্রেতলোক, কোন পুনরুত্থান,
কোন বিচারক, কোন স্বর্গ, কোন নরক;

আমি আছি, একদিন থাকবো না,
মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম।
নিরর্থক সব পুণ্যশ্লোক, তাৎপর্যহীন সমস্ত প্রার্থনা, হাস্যকর উদ্ধত সমাধি;

মৃত্যুর পর যে-কোনো জায়গায়ই আমি পড়ে থাকতে পারি,
জলাভূমিতে, পথের পাশে, পাহাড়ের চূড়োয়, নদীতে মরুভূমিতে, তুষারস্তূপে!

কিছুই অপবিত্র নয়...
যেমন কিছুই পবিত্র নয়,
কিন্তু, সব কিছুই সুন্দর, সবচেয়ে সুন্দর এই তাৎপর্যহীন জীবন।