December 16, 2011

পরিবর্তন

আসলে এটা একটা ভুল ধারণা যে, পরিবর্তনের কোনো পথ নেই। পৃথিবীতে কোনো কিছু, কোনো পরিস্থিতিই স্থায়ী নয়, দুঃখও স্থায়ী নয়। সমস্যাও স্থায়ী নয়। সমস্যা স্থায়ী হয় কখন? যখন সমস্যাকে সংকট মনে করেন। কনফুসিয়াস খুব চমৎকারভাবে বলেছেন, যাকে আপনি সমস্যা মনে করছেন, সেটাকে যদি বিশ্নেষণ করেন তবে তার মধ্যে থেকেই সমাধানের বীজ বেরিয়ে আসবে। অতএব বুদ্ধিমানরা কখনো বাস্তব পরিবেশ দ্বারা প্রভাবিত হয় না, তারা বাস্তবতা তৈরি করে। পৃথিবীতে প্রতিটি সফল মানুষ বাস্তবতা তৈরি করেছেন। কাজেই পরিবর্তনের কোনো পথ নেই, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। আপনি বড়জোর এটা বলতে পারেন যে, আমি এ মুহূর্তে ইতিবাচক পরিবর্তনের কোনো লক্ষণ দেখছি না। আর এখন থেকে সবসময় মনে করবেন, যে কোনো অবস্থাকে পরিবর্তন করা যায়। পরিবর্তনটা ভালোর দিকে যাবে, না মন্দের দিকে যাবে সেটা নির্ভর করবে আপনার ওপর। আপনি ইচ্ছে করলে ভালোর দিকে পরিবর্তন করতে পারেন, আর ইচ্ছে না করলে খারাপের দিকে পরিবর্তন হতে পারে। Source: http://quantummethod.org.bd

No comments: