December 17, 2011

লক্ষ্য

গালিবের একটি গজলের অংশ হচ্ছে- রওয়ানা করেছিলাম মসজিদে, যাচ্ছিলাম মসজিদের দিকে, কিন্তু যখন এসে পৌঁছলাম দেখলাম যে, এটা একটা পানশালা! দোষটা কি কপালের, না দোষটা গালিবের! অর্থাৎ গিয়েছিলেন মসজিদের দিকে, যেতে যেতে মসজিদ বাদ দিয়ে পানশালায় চলে গেলেন! এখন আপনি যদি মসজিদেই যাবেন, তাহলে তো আপনার লক্ষ্যটা মসজিদই থাকবে। আর যদি পানশালায় যান, তো সেটাই লক্ষ্য হবে, আবার রওয়ানা করেছিলাম পানশালায়। চলে এলাম মসজিদে- এরকম ঘটনা কিন্তু ঘটে না। অর্থাৎ খারাপ কাজ করতে গিয়ে ভালো কাজ করে ফেলেছিলেন এরকম ঘটনা ঘটে না। ভালো কাজ করতে গিয়ে খারাপ কাজ করে ফেলার ঘটনাটাই সবচেয়ে বেশি ঘটে। মূল কথা হলো লক্ষ্য বিচ্যুত হলে ব্যর্থতা আসাটাই স্বাভাবিক। Source: http://quantummethod.org.bd

No comments: